ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার বলেন, শনিবার
রাতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে সদর উপজেলার কাজিরবাগ এলাকায় মোটরসাইকেলটি
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।
ফুলগাজী সদর ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া গ্রামের নুরুল ইসলামের
ছেলে সাইফুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
দুর্ঘটনায় সাইফুলের সহযাত্রী মাসুম মির্জা (২৮)
আহত হয়েছেন।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আহত দুইজনকে হাসপাতালে আনার পর সাইফুলকে
মৃত ঘোষণা করা হয়। আর মাসুম মির্জাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মাসুম মির্জা জানান, ফুলগাজী থেকে ফেনী যাচ্ছিলেন তারা। কাজিরবাগে চেয়ারম্যান নার্সারির কাছে বিপরীত দিক থেকে আসা একটি
পিকআপকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে।