ক্যাটাগরি

সাতক্ষীরায় ক্ষেতে নারীর লাশ

পাটকেলঘাটা থানার এসআই আব্দুস সবুর জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ওই নারীর নাম ফেরদৌসী পারভিন (৪৫)।

এসআই বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ফেরদৌসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তের জন্য ওই নারীর পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, ফেরদৌসীর প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ ও দ্বিতীয় স্বামী আব্দুস সবুর। তিনি প্রথম স্বামীর কাছে থাকতেন। তবে সন্তানদের সঙ্গে ফেরদৌসীর জমির নিয়ে বিরোধ ছিল। সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতের তার লাশ পড়ে থাকতে দেখে।