রোববার বেলা সাড়ে ১১টার দিকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মৃত্যুকালে আমজাদ হোসেনের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
এর আগে ১০ এপ্রিল আমজাদ হোসেনের শ্বাসকষ্ট নিয়ে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আমজাদ হোসেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় বলে জানান সঞ্জিত।
তিনি বলেন, আমজাদ হোসেন যুদ্ধকালীন সময়ে বেসরকারি সাব সেক্টর পলাশডাঙ্গা যুব শিবিরের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা অঞ্চলে আওয়ামী লীগকে সংগঠিত করতে অগ্রনী ভূমিকা পালন করেছেন। এছাড়া তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডারের দায়িত্বেও ছিলেন।
উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নে দুইবার ইউপি চেয়ারম্যান পদে এবং দুইবার তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদেও।
২০১৪ সালে সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার মারা গেলে আমজাদ হোসেন উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হন।