ক্যাটাগরি

সিরাজগঞ্জে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রোববার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর
উপজেলার তালগাছি বাজার
এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী জানান।

নিহতরা হলেন
সলঙ্গা থানার ঝাঐল গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শামীম (৩৫) এবং অলিদহ গ্রামের
ফরহাদ আলীর ছেলে সুজন (৩৫)।

আব্দুল্লাহেল বাকী
বলেন, শাহজাদপুরগামী একটি নছিমনের সঙ্গে সলঙ্গাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে
মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়েন।

ফায়ার সার্ভিসের
কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের লাশ
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেন এসআই।