ক্যাটাগরি

আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

বার্তা সংস্থা রয়টার্স জানায়, একদিন আগেই শুক্রবার শরণার্থী প্রবেশে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন।

এই সীমা এতো কম রাখায় সমালোচনা শুরু করেন বাইডেনের সতীর্থ ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং শরণার্থী বিষয়ক পরামর্শক সংগঠনগুলো। এর পরদিন শনিবার ডেলাওয়্যারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি।

বাইডেনের সমালোচনা শুরু পর শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানিয়েছিলেন, তিনি (প্রেসিডেন্ট) এই সংখ্যা বাড়াতে পারেন।

তিনি বলেন, “আমরা আশা করছি ১৫ মের মধ্যে চলতি অর্থবছরের পরের অংশের জন্য শরণার্থী সীমা বাড়িয়ে চূড়ান্ত একটি সংখ্যা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট।”

গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র দপ্তরে এক ভাষণে আগামী অর্থবছরে শরণার্থী সংখ্যা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।

সাবেক প্রসিডেন্ট বারাক ওবামার মেয়াদের শেষ বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৫ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করা হয়েছে।