ক্যাটাগরি

কোভিড-১৯: মারা গেছেন সাংবাদিক-সংগঠক শফিউজ্জামান খান লোদী

১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। শফিউজ্জামান খান লোদীর এক সময়ের সহকর্মী জীশান কিংশুক খান বিষয়টি গ্লিটজকে নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে গত সপ্তাহের মাঝামাঝি জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে আইসিইউ এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ব্যক্তিগত জীবনে প্রাণোচ্ছল লোদী, পরিচিত ছিলেন সাংবাদিক, বাচসাসের সদস্য, উপস্থাপক, চলচ্চিত্র সংসদ কর্মী, বিশ্ব সাহিত্য কেন্দ্র’র অন্যতম প্রতিষ্ঠিতা সদস্য ও সংগঠক হিসেবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি’র উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন দীর্ঘ সময়। সেখানে আছে তার বন্ধু, স্বজন এবং শুভাকাঙ্ক্ষী।

পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।