শনিবার রাত ১টার দিকে নগরীর খালিশপুর এলাকার কাশিপুরে এ ঘটনা ঘটে বলে খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান।
লিটন (২৬) কাশিপুরের বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, এলাকার সোহেল নামের এক ব্যক্তির ছোটকে ভাইকে চড় মারেন লিটন। এ জেরে সোহেল রাত ১টার দিকে লিটন ও তার সঙ্গে থাকা আমিন নামের একজনকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। পরে তাদের মারধর ও ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সোহেল।
“পরে লিটন ও আমিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”
ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আর নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।