চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. কামরুজ্জামান নামে এই হাজতি মারা গেছেন বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান তারিকুল ইসলাম।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তিনি বন্দি ছিলেন।
জেলার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, ২০১৬ সালের বন্দর থানার একটি মাদক মামলায় গ্রেপ্তারের পর কামরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়।
“কামরুজ্জামান শারিরীক ভাবে দুর্বল ছিলেন। পাশাপাশি যক্ষা রোগে আক্রান্ত ছিলেন। গত ১০ এপ্রিল হালকা জ্বর আসায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। জ্বর না কমায় পরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করানো হয়। শনিবার রিপোর্ট ‘পজেটিভ’আসার পরদিন সকালে তিনি মারা যান।”
তিনি জানান, কামরুজ্জামানকে যখন হাসপাতালে পাঠানো হয়, তখন জ্বর ছাড়া অন্য উপসর্গ ছিল না। চিকিৎসকও মৃত্যু সনদে যক্ষা রোগের বিষয়টি উল্লেখ করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতি কোভিডে আক্রান্ত হয়েছেন বলে ধারণা এই কারা কর্মকর্তার।
কামরুজ্জামান কারাগারের যে ওয়ার্ডে ছিলেন, সেখানে অন্যদের বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।