রোববার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ২৪ মিনিট ৩৩ সেকেন্ডে মাঝারি মাত্রার এ ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি জহিরুল ইসলাম জানান।
ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার দক্ষিণ পূর্বে, চট্টগ্রাম থেকে ২৭৪ কিলোমিটার পূর্বে ও কক্সবাজার থেকে ২৫৮ কিলোমিটার পূর্বে মায়নমারের হাকহা (hakha) এলাকা এ ভূকম্পনের উৎপত্তিস্থল।
রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৫। এ ভূমিকম্প চট্টগ্রাম-কক্সবাজার ও আশপাশ এলাকায় অনুভূত হয়।
এর আগে গত ৫ এপ্রিল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
ওই রাতে ৯ টার পরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার এ ভূকম্পন হয়। ঢাকা থেকে কিলোমিটার ৪০৩ উত্তর উত্তর পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটানে। ঢাকা. পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়।