ক্যাটাগরি

চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম

রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত সাড়ে ১২টায় তার
মৃত্যু হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৭৪ বছর বয়সী ওয়াসিম কয়েক বছর
ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মাসখানেক ধরে তিনি হাঁটাচলাও করতে পারছিলেন না।”

বাংলাদেশের চলচ্চিত্রে ওয়াসিমের যাত্রা শুরু হয়েছিল পরিচালকের সহকারী হিসেবে,
১৯৭২ সালে। সে সময় প্রখ্যাত চিত্র পরিচালক এস এম শফীর ‘ছন্দ হারিয়ে গেলো’ চলচ্চিত্রে
সহকারী পরিচালক হিসেবে কাজ করার পাশাপাশি ছোট একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন।

দুই বছর পরই নায়ক হিসেবে অভিষেক হয় ওয়াসিমের, ১৯৭৪ সালে ‘রাতের পর দিন’
চলচ্চিত্রে। এরপর আশির দশক পর্যন্ত ফোক-ফ্যান্টাসি ও অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে দাপটের
সঙ্গে অভিনয় করে গেছেন।

দি রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী,
দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমানসহ শতাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেতা।