ক্যাটাগরি

তাইওয়ানে দুই দফায় ভূমিকম্প

তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো।

রোববার তাইওয়ানের পার্বত্য পূর্ব উপকূলের হুয়ালিয়েন কাউন্টিতে প্রথম ভূমিকম্পে রাজধানী তাইপের বাড়িঘর কেঁপে ওঠে। এর তিন মিনিট পরই সেখানে অনুভূত হয় আরেকটি ভূমিকম্প।

পরপর দুটি ভূমিকম্পে হুয়ালিয়েন শহরের হোটেলে অভ্যাগত অতিথিরা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। হুয়ালিয়েন খুবই জনপ্রিয় পর্যটন এলাকা।

তাইওয়ানের দমকল বিভাগ তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে। তাইওয়ানের উচ্চগতির রেল ব্যবস্থা এবং সাবওয়ে সিস্টেমও স্বাভাবিক আছে বলে বলে জানিয়েছে সরকার।

তাইওয়ানের অবস্থান দক্ষিণ চীন সাগরের দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলের কাছে হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।

২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে ১শ’র বেশি মানুষ নিহত হয়েছিল। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছিল ২ হাজারেরও বেশি মানুষ।