ক্যাটাগরি

ফরিদপুরে করোনাভাইরাসে আরও ৩ মৃত্যু

এ নিয়ে জেলায় করোনাভাইরাসে ১৪৪ জনের মৃত্যু হল বলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান।

মৃতরা হলেন- ফরিদপুর পৌরসভার
শোভারামপুর এলাকার সানোয়ার বেপারী (৮৫) শহরের বায়তুল আমান
এলাকার মোসলেমউদ্দিন (৭৫) ও বোয়ালমারী উপজেলার শেকেলা বেগম (৬০)।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ
তিনজনের মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা করা হবে বলে ছিদ্দীকুর জানান।

তিনি বলেন, এ পর্যন্ত ফরিদপুরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬০১ জন; সুস্থ হয়েছেন ৮
হাজার ৮৩৭ জন। আর জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে
চিকিৎসাধীন রয়েছেন ৫২৬ জন।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে
চলার পরামর্শ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।