ক্যাটাগরি

ফেনীতে শিশু ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, শনিবার রাতে ফেনী সদর উপজেলার
পাঁছগাচিয়া ইউনিয়নের ভাস্কর গ্রাম থেকে আনোয়ার হোসেনকে
(৪০) গ্রেপ্তার করা হয়।

আনোয়ারের
বাড়ি ওই গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, শুক্রবার বিকালে
ওই শিশু বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় আনোয়ার শিশুটিকে তার ঘরে
ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে ঘটনাটি
জানাজানি হলে আনোয়ার মেয়েটির পরিবারকে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার
চেষ্টা করেন।

পরে শিশুটির মা বাদী
হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে আনোয়ারকে গ্রেপ্তার করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, শনিবার বিকালে
ফেনী জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। রোববার
আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হবে।