রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। আগের দিন দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মউসিং ত্রিপুরা তিন্দু ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অংথহা ত্রিপুরা ছেলে।
থানচি থানা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, চট্টগ্রাম র্যাব-৭ এর একটি তথ্যের ভিত্তিতে র্যাব, বিজিবি ও পুলিশের একটি যৌথবাহিনী শনিবার দুপুরে থানচি উপজেলার সদরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।
“অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম আফিমসহ মউসিং ত্রিপুরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যার আর্থিক পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টাকার মত।”
গ্রেপ্তার মউসিং ত্রিপুরা বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।