ক্যাটাগরি

বান্দরবানে তিন কেজি আফিমসহ একজন গ্রেপ্তার

রোববার তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে। আগের দিন দুপুরে উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মউসিং ত্রিপুরা তিন্দু ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অংথহা ত্রিপুরা ছেলে।

থানচি থানা ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি তথ্যের ভিত্তিতে র‌্যাব, বিজিবি ও পুলিশের একটি যৌথবাহিনী শনিবার দুপুরে থানচি উপজেলার সদরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে।

“অভিযানে ৩ কেজি ৮৫০ গ্রাম আফিমসহ মউসিং ত্রিপুরা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যার আর্থিক পরিমাণ ৩ কোটি ৭০ লাখ টাকার মত।”

গ্রেপ্তার মউসিং ত্রিপুরা বিরুদ্ধে থানচি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।