ক্যাটাগরি

বাশঁখালীর বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুই মামলা

শনিবার রাতে বাঁশখালী থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন
ওসি শফিউল কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসএম পাওয়ার প্লান্টের পক্ষে চিফ
কো-অর্ডিনেটর ফারুক আহমেদ একটি ও পুলিশ বাদী হয়ে অন্য মামলাটি করেছে।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, “বিদ্যুৎকেন্দ্রের
পক্ষে করা মামলায় ২২ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ১০৪০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

“বিদ্যুৎকেন্দ্রের করা মামলায় ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং পুলিশের
মামলায় কর্তব্য কাজে বাধাসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।”

বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াটের ‘এসএস
পাওয়ার প্ল্যান্টে’ শনিবার সকালের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে পাঁচ শ্রমিক মারা গেছেন।
আহত হয়েছেন ১৭ জন শ্রমিক ও তিন পুলিশ সদস্য।