চেন্নাইয়ে রোববার ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য সাকিব। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছিলেন ১ উইকেট।
এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে ৪ উইকেটে ২০৪ রান করেছে বেঙ্গালোর।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় বেঙ্গালোর। দ্বিতীয় ওভারে বিরাট কোহলি ও রজত পাতিদারকে ফিরিয়ে দেন লেগ স্পিনার বরুন চক্রবর্তী।
চতুর্থ ওভারে আক্রমণে আসেন সাকিব। প্রথম বলে চার মেরে তাকে স্বাগত জানান ম্যাক্সওয়েল। পরের দুটি বল ছিল ডট, শেষ তিন বলে হয় তিনটি সিঙ্গেল।
ষষ্ঠ ওভারের প্রথম বলে সাকিবকে ছক্কায় ওড়ান ম্যাক্সওয়েল। সেই ওভারে একটিও ডট খেলাতে পারেননি বাঁহাতি স্পিনার। এক ছক্কা ও দুই চারের পাশে তিনটি সিঙ্গেল। ১৭ রান দেওয়ার পর তাকে আর বোলিংয়ে আনেননি অধিনায়ক ওয়েন মর্গ্যান।
৪৯ বলে ৭৮ রান করেন ম্যাক্সওয়েল। ৩৪ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন ডি ভিলিয়ার্স। দুই জনের ইনিংসেই ৯টি চার ও তিনটি করে ছক্কা।
শেষ ১০ ওভারে ১২০ রান যোগ করে বেঙ্গালোর। এতে বড় অবদান ডি ভিলিয়ার্সের। কাইল জেমিসনের সঙ্গে ৩ ওভার স্থায়ী জুটিতে আসে ৫৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর: ২০ ওভারে ২০৪/৪ (কোহলি ৫, পাডিক্কাল ২৫, পাতিদার ১, ম্যাক্সওয়েল ৭৮, ডি ভিলিয়ার্স ৭৬*, জেমিসন ১১*; হরভজন ৪-০-৩৮-০, বরুন ৪-০-৩৯-২, সাকিব ২-০-২৪-০, কামিন্স ৪-০-৩৪-১, প্রসিধ ৪-০-৩১-১, রাসেল ২-০-৩৮-০ )