রোববার দুপুরে মীরগাং বনটহল ফাঁড়ির ওসি শাহাদাত হোসেনের নেতৃত্বে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা অভিযান চানিয়ে এসব আটক করেন বলে জানান সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এমএ হাসান।
এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ‘জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়’।
অভয়ারণ্য অঞ্চল থেকে ৮টি নৌকা আটকের ঘটনায় বন আইনে মামলা হয়েছে। তবে, কোনো জেলেকে আটক করতে পারেননি স্মার্ট টিমের সদস্যরা বলেন হাসান।