ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ওল্ড ট্র্যাফোর্ডে বার্নলিকে ৩-১ গোলে হারানো ইউনাইটেড ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
গত জানুয়ারিতে আসরে প্রথম দেখায় পল পগবার একমাত্র গোলে বার্নলির মাঠে জিতেছিল ইউনাইটেড।
খেলা শুরু হতে না হতেই লিগে টানা চার জয় নিয়ে নামা ইউনাইটেডকে চমকে দিয়েছিল বার্নলি। দশম সেকেন্ডে ডিন হেন্ডারসনের মাথার উপর দিয়ে হেডে জাল খুঁজে নেন ক্রিস উড। কিন্তু অফসাইডের জন্য গোল হয়নি।
সমতায় ফিরলেও এই স্বস্তি শেষ পর্যন্ত থাকেনি বার্নলির।
দ্রুত নিজেদের গুছিয়ে নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড প্রথমার্ধের বাকিটা সময় বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করে। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় মেলেনি গোল। পোস্টের নিচে বার্নলির গোলরক্ষক পিকক-ফাররেলও ছিলেন আস্থার প্রতীক হয়ে।
চতুর্থ মিনিটে স্কট ম্যাকটমিনোর শট ফেরান গোলরক্ষক। একটু পর পগবার হেড শেষ মুহূর্তে লাফিয়ে কর্নারের বিনিময়ে ফেরান পিকক-ফাররেল।
ব্রুনো ফের্নান্দেসের শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার পর ২৯তম মিনিটে মারকাস র্যাশফোর্ডের শট আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ফিরিয়ে আবারও বার্নলির ত্রাতা গোলরক্ষক। কর্নারে পগবার হেড ক্রসবারের অনেক উপর দিয়ে গেলে গোলের অপেক্ষা বাড়ে ইউনাইটেডের।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি-আক্রমণে এগিয়ে যায় ইউনাইটেড। ফের্নান্দেসের কাছ থেকে বল পেয়ে নিখুঁত কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ম্যাসন গ্রিনউড।
ইউনাইটেডের এগিয়ে যাওয়ার আনন্দ উবে যায় ৫০তম মিনিটে। কর্নার থেকে হেডে সমতায় ফেরান জেমস টারকোভস্কি। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের জালে এটি হাজারতম গোল।
ম্যানচেস্টার ইউনাইটেডের তৃতীয় গোলের পর গোলতাদা এদিনসন কাভানির উদযাপন।
৬৯তম মিনিটে ফের্নান্দেসের হেড আটকান বার্নলি গোলরক্ষক। ৮৪তম মিনিটে গ্রিনউডের শট বার্নলির এক খেলোয়াড়ের পায়ে লেগে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফের্নান্দেসের শট টারকোভস্কি বুক দিয়ে আটকান। শেষ মুহূর্তে ফন দে বেকের আড়াআড়ি ক্রসে এদিনসন কাভানির টোকায় বল জড়ায় জালে।
দিনের অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ১-১ ড্র করা আর্সেনাল ৩২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।