শনিবার দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
উপস্থিত ছিলেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, দ্বিতীয় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন ও সোনালী ব্যাংক প্রতিনিধি মো. জাকির হোসেন মজুমদার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান শ্রম কাউন্সেলর মোহাম্মদ আবুল হোসেন ও কাউন্সেলর (ভিসা ও পাসপোর্ট) জহিরুল ইসলাম খান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন |