সোমবার সাংবাদিকদের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান বলে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে।
তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক হলেও (ভারতীয় প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী ও আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এই সফর হবে না।
“আমি মনে করি, এটা স্থগিত করাই সংবেদনশীল হবে।”
জানুয়ারিতে জনসনের ভারতে সফরে আসার কথা ছিল। তখন যুক্তরাজ্যে কোভিড-১৯ সংক্রমণ বেশি থাকায় সফর স্থগিত করা হয়েছিল।
আগামী মাসের পরিকল্পিত এই সফর বাতিল করার কথা যুক্তরাজ্য ও ভারত সরকারের এক যৌথ বিবৃতিতেও জানানো হয়।
সেখানে বলা হয়, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জনসন সফরে যাওয়ার বদলে মাসের শেষে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপের মাধ্যমে যুক্তরাজ্য ও ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
বিশ্বে করোনাভাইরাস সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে আছে ভারত। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।