সোমবার বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর
খিজিরপুরে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম ইছমত আলী (৫৫)।
ভাতিজার নাম বলতে পারেনি পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাড়ির আসা যাওয়ার পথের সীমানা নিয়ে ইছমত আলীর সঙ্গে
তার ভাতিজার বিরোধ ছিল। বিভিন্ন সময়ে সীমানা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো।
“সকালেও সীমানা নিয়ে ঝগড়ার জেরে ইছমতকে তার ভাতিজা ঘুষি মারে। এতে ইছমত
মাটিয়ে পড়ে গেলে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, ঘুষিতে মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, সেটা ময়নাতদন্ত প্রতিবেদনের
পর জানা যাবে।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।