ক্যাটাগরি

নওগাঁয় পুকুরে ভাসমান ড্রামে যুবকের লাশ

সোমবার দুপুরে রাণীনগর উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে এক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, সোমবার সকালে উপজেলার মেরিয়া গ্রামের পাকা রাস্তার পূর্ব দিকে এক পুকুরে ভাসমান প্লাস্টিকের ড্রামে মানুষের পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। দুপুরে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি শাহিন আরও বলেন, প্রায় ৩০ বছর বয়সীর এ মরদেহের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমরে রশি বাধা ছিল।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, অন্য কোথাও হত্যা করে ড্রামে ভরে এখানে মরদেহ ফেলে রেখে গেছে।

এ ঘটনায় প্রথমিকভাবে একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওসি শাহিন আকন্দ।