ক্যাটাগরি

নীলফামারীতে ঘরে আগুন লেগে বৃদ্ধা নিহত

নিহত জোবেদা খাতুন (৬৫) ডোমার প্রেসক্লাব সংলগ্ন রেললাইনের ধারে ঝুপড়ি ঘরে থেকে ভিক্ষা করে জীবীকা চালাতেন বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ডোমার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান আলী বলেন, সোমবার রাত ১টার দিকে খবর পেয়ে তারা গিয়ে আগুন নেভান। পরে ওই ঘর থেকে জোবেদা খাতুনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

“ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান।

ডোমার পৌরসভার কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, জোবেদা ‘দীর্ঘদিন ধরে’ ওই ঝুপড়ি ঘরে থেকে করে ভিক্ষা করে জীবীকা চালাতেন। তার ঠিকানা ও পরিবার আছেন কি না সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।