ক্যাটাগরি

বদলগাছীতে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

রোববার
বিকালে রাঙ্গাতৈইল গ্রামে এই ঘটনা ঘটে বলে মেয়েটির বোন মামলায় অভিযোগ করেন।

গ্রেপ্তার
কিশনাথ পাহান (২৬) উপজেলার রাঙ্গাতৈইল গ্রামের রুঘুনাথ পাহানের ছেলে।

বদলগাছী
থানার ওসি মো. আতিকুল ইসলাম মামলার বরাতে জানান, রোববার বিকাল ৩টার দিকে রাঙ্গাতৈইল
গ্রামের এই বাক ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে বাড়ির উঠানে বসেছিল।

“এই
সময় সেখানে কেউ না থাকায় কিশনাথ পাহান মেয়েটিকে বাড়ির পাশে নিয়ে ধর্ষণ করেন।” 

প্রতিবন্ধী
মেয়েটির মা বলেন, মেয়েকে উঠানে বসিয়ে তিনি বাড়ির ভিতরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর
এসে দেখেন মেয়ে নেই।

“খোঁজ
করতেই বাড়ির পাশে ধান ক্ষেতে দেখতে পাই কিশনাথ আমার মেয়েকে ধর্ষণ করছে। প্রতিবেশীর
সহযোগিতায় মেয়েকে রক্তাক্ত উদ্ধার করি এবং কিশনাথকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশকে
খবর দেই।”

প্রতিবেশী
এরশাদুলের স্ত্রী জুলেখা বেগমসহ অন্য এলাকাবাসী বলেন, মেয়েটি কথা বলতে পারে না এবং
নিজ হাতে খাবার খেতে পারে না। তাকে তুলে খাওয়াতে হয়।

বদলগাছী
থানার ওসি মো. আতিকুল ইসলাম আরো বলেন, ধর্ষণের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল থেকে কিশনাথকে আটক
করে থানায় এনে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই কিশোরীর  বোন বাদী হয়ে মামলাটি দায়ের করেন রোববার রাতে।

মামলার
পরিপ্রেক্ষিতে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো
হয়েছে ও আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আতিকুল।