ঢাকা-গুয়াংজু রুটে
সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনার করা হবে বলে ইউএস বাংলার জনসংযোগ শাখার
মহাব্যবস্থাপক মো.কামরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ছেড়ে
যাবে এবং স্থানীয় সময় রাত ৩টা ৫০ মিনিটে গুয়াংজুতে পৌঁছাবে। আবার প্রতি রোববার
ভোর ৫টায় গুয়াংজু থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে এবং সকাল ৭টায় ঢাকায় অবতরণ
করবে।
ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত
হবে।
দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক
লকডাউন জারির পর ২১এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও
অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
(বেবিচক)।
তবে মঙ্গলবার বেবিচক চেয়ারম্যান এম
মফিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,বুধবার থেকে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, চায়না ইস্টার্ন ও চায়না সাউর্দার্ন
এয়ারলাইন্স ‘বিশেষ বিবেচনায়’ ঢাকা থেকে চীনে ফ্লাইট পরিচালনা করতে পারবে।
‘বিশেষ বিবেচনায়’ ঢাকা-চীন ফ্লাইট চালানোর অনুমতি