ক্যাটাগরি

কোভিড১৯: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু

এরা হলেন- মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা খবিরুদ্দিন (৭০), রাজবাড়ী জেলা সদরের লক্ষ্মীপুরের আব্দুল মান্নান (৮০), ঝিনাইদহ সদর উপজেলার

ইসরাইল আলী জোয়াদ্দার (৬৫) ও ফরিদপুর সদর উপজেলার ভাটি লক্ষ্মীপুররের আব্দুর রহমান (৬৬)।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৪৮ জনের। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৮৬ জন। জেলায় মোট কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৩০ জন এবং সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮৭ জন।