মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরকার
উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়নে যতটা আগ্রহী, ততটাই যেন অনাগ্রহী মানুষের জীবন
বাঁচাতে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে।
“দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির
সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। নাজুক চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায়
হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য কোনো চিকিৎসা নেই।”
গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ২৭১ জন কোভিড-১৯
রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল
সাত লাখ ২৩ হাজার ২২১ জন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন
ধরেই দিনে ছয় হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছে। এর মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড সাত
হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
জাপা চেয়ারম্যান বলেন, “আইসিইউ পেতে
অন্য রোগীর মৃত্যু অথবা সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা। স্বাস্থ্য বিভাগের
এমন ব্যর্থতা মেনে নেয়া যায় না। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে এক বছর সময় পেয়েও কোনো
প্রস্তুতি না থাকা সংশ্লিষ্টদের চরম ব্যর্থতা।”