স্পেনের একটি টিভি শো’তে সোমবার সুপার লিগের প্রথম চেয়ারম্যান
পেরেস দাবি করেন, উয়েফার একচ্ছত্র আধিপত্য শেষ করতে ও ফুটবলকে ধ্বংসের হাত থেকে বাঁচাতেই
এই সুপার লিগ।
আগে থেকেই এর বিরুদ্ধে অবস্থান নেওয়া
তেবাস পুরনো প্রসঙ্গ টেনে এক টুইটে মঙ্গলবার পেরেসের সমালোচনা করেন।
“২০২০ সালের ডিসেম্বরে আমি বলেছিলাম ফ্লোরেন্তিনো
পেরেস বেশ নির্বোধ, আর এখন তিনি বোধশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন।”
“তিনি যেভাবে বলেছেন, ফুটবল অতটা নষ্ট হয়ে যায়নি।
আর সুপার লিগ হলো আরেকটা সমস্যা, সমাধান নয়, এটা ফুটবলের মৃত্যু।”
তেবাসের পোস্টে দুটি হ্যাশট্যাগও দেওয়া
হয়েছে, ‘বাজে অজুহাত’ ও ‘উদ্ধারকর্তা ফ্লোরেন্তিনো
পেরেস, নো থ্যাঙ্কস।’