বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহিষভেড় গ্রামের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান।
নিহত ফাইজার আক্তার ইমু (৫) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মহিষভেড় গ্রামের ইউনূছ আলীর মেয়ে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “সকালে শিশুটির মা বাড়ির সামনে রাস্তার পাশে বোরো ধান সিদ্ধ করছিলেন।এ পর্যায়ে শিশুটি বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল।এ সময় শ্যামগঞ্জ থেকে জারিয়াগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।“
তিনি বলেন, ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।