ক্যাটাগরি

এবার মদ্রিচকেও হারাল রিয়াল

লিগে বুধবার কাদিসের মাঠে খেলতে যাবে রিয়াল। আগের ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিগ শিরোপা ধরে রাখার পথ কঠিন করে তুলেছে জিদানের দল।

মঙ্গলবারের অনুশীলনে পিঠে চোট পান মদ্রিচ। আগামী শনিবার লা লিগায় রিয়াল বেতিস ও মঙ্গলবার চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে তাকে পাওয়ার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মদ্রিচ ছাড়াও কাদিস ম্যাচে পাবে না মূল দলের আরও ছয় খেলোয়াড়কে-টনি ক্রুস, ফেদে ভালভেরদে, এদেন আজার, ফেরলঁদ মঁদি, লুকাস ভাসকেস ও সের্হিও রামোস।

এই ‍দুঃসময়ে রিয়াল কোচ জিদানের জন্য অবশ্য একটু স্বস্তির খবর হয়ে এসেছে দানি কারভাহাল, রাফায়েল ভারানে, নাচো ফের্নান্দেস ও কাসেমিরোর ফেরা।