ক্যাটাগরি

সুপার লিগের শেষ দেখছেন ইউভেন্তুস প্রধান

ইংল্যান্ডের ছয়টি ক্লাব ‘বিদ্রোহী’ এই লিগ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার
পরের দিন বুধবার আগনেল্লি জানান, তিনি আর কোনো সম্ভাবনা দেখছেন না।   

প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বার্সেলোনার
নাম থাকলেও বিতর্কিত এই টুর্নামেন্টে কাতালান ক্লাবটির খেলা নিশ্চিত নয়। চুক্তির একটি
ধারায় বলা হয়েছে, ক্লাবের সদস্যরা অনুমতি না দিলে সুপার লিগে অংশ নিতে পারবে না তারা।

ইতালির দুই দল ইন্টার মিলান ও এসি মিলানের
সরে দাঁড়ানো নিয়েও গুঞ্জন শুরু হয়েছে গণমাধ্যমে। স্পেনের তিন দলের একটি আতলেতিকো মাদ্রিদের
সরে দাঁড়ানো নিয়েও খবর বের হচ্ছে।

এ অবস্থায় সুপার লিগের মাঠে গড়ানোর
কতটা সম্ভাবনা আছে? আগনেল্লি দিলেন তার জবাব, “খোলামেলাভাবে ও সত্যিকার অর্থে, তেমন
একটা না।”

প্রকল্পটি নিয়ে কোনো সন্দেহ নেই আগনেল্লির।
কিন্তু পরিস্থিতি আর সেরকম নেই বলে স্বীকার করলেন তিনি।

“প্রকল্পটির কার্যকারিতা নিয়ে আমার সংশয় নেই।
কিন্তু… আমার মনে হয় না এই
প্রকল্প এখন আর সচল আছে।”