বুধবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে বলে জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন ভূঁইয়া জানান।
খবর পেয়ে যশোর ও বাঘারপাড়ার পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামাল হোসেন বলেন, মার্কে্টের পেছন দিক থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
তবে দোকান মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলামের দাবি প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি বলেন, মার্কে্টের পূর্ব পাশের ১৬টি দোকান মালপত্রসহ পুড়ে গেছে। ঈদ উপলক্ষে তারা পোশাক তুলেছিলেন। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সর্বস্বান্ত হয়ে গেছেন।
পৌরসভার কাউন্সিলর আলমগীর কবীর সুমন জানান, মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাপক ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত দোকানিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পুলিশের একটি দলও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম।