ক্যাটাগরি

শরণখোলায় হরিণের মাংসসহ দুজন আটক

বুধবার গভীর রাতে উপজেলার সোনাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয় বলে শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান।

আটককরা হলেন- শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও একই গ্রামের মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

ওসি সাংবাদিকদের বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস নিয়ে চোরা শিকারিদের অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারিরা মোটর সাইকেলে করে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়।

“এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার এবং মোটর সাইকেলটি জব্ধ করা হয়।“ 

আটকরা হরিণের মাংসগুলো বিক্রির জন্য বাগেরহাটে নিয়ে যাচ্ছিল বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, আটক দুজন সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকার করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।