ক্যাটাগরি

এফবিসিসিআই নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

বুধবার নির্ধারিত দিনে চেম্বার গ্রুপের ২৩টি
পদের জন্য ২৫ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩টি পদের জন্য ২৫ জন প্রার্থীর নাম প্রকাশ
করা হয়।

এছাড়া মনোনীতদের মধ্যে চেম্বার গ্রুপের ১৭টি
পদের মধ্যে ১৬ জন ও অ্যাসোসিয়েশন গ্রুপের ১৭টি পদের মধ্যে ১৬ জনের নাম রয়েছে তালিকায়।

নির্বাচনী বোর্ডের সদস্য শামসুল আলম বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিনের মধ্যে
প্রত্যেক গ্রুপে যে দুজন করে প্রার্থী অতিরিক্ত রয়েছেন তারা করে নিলে আর ভোট গ্রহণের
প্রয়োজন হবে না।

প্রকাশিত তালিকার সবাই অটুট থাকলে আগামী
৫ মে ভোট গ্রহণের মধ্য দিয়ে পরিচালক পর্ষদ চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

এবারের নির্বাচনে সর্বমোট ৮৩ জন ব্যবসায়ী
মনোনয়ন জমা দিলেও চট্টগ্রাম চেম্বার থেকে আসা একজনের মনোনয়ন এনবিআরের আপত্তির কারণে
বাদ গেছে বলে জানায় নির্বাচনী বোর্ড।

এদিকে মহামারীর কারণে আগামী ৫ মের নির্বাচন
স্থগিত চেয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছেন একজন ব্যবসায়ী নেতা। আদালত তার আবেদন আমলে
নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টির মীমাংস করতে রুল জারি করেছে।

এ বিষয়ে নির্বাচনী বোর্ডের সদস্য শামসুল
আলম বলেন, আমরা ওই রুলের কপি দেখেছি। সেখানে নির্বাচন স্থগিতের কথা কিছু বলা হয়নি।
তাই তফসিল অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি।

এদিকে ২০২১-২০২৩ মেয়াদে বাংলাদেশ প্লাস্টিক
দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি সভাপতি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জসিম
উদ্দিন শীর্ষ এই ব্যবসায়ী সংগঠনের সভাপতি হচ্ছে বলে ব্যবসায়ী মহলে আলোচনা রয়েছে। এর
আগেও তিনি এফবিসিসিআইয়ের বিভিন্ন পদে ছিলেন।

ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে বলেন, মহামারীর মধ্যে অনেকটা সংযতভাবেই যেন নির্বাচনটা হয় সেটাই আমরা চাচ্ছি।
চেম্বার গ্রুপ ও অ্যাসোসিয়েশন গ্রুপে দুইজন করে চারজন পদের চেয়ে বেশি প্রার্থী রয়েছেন।
আগামী ২৬ তারিখের মধ্যে এদের যেকোনো চারজন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে ভোটের প্রয়োজন
হবে না।