ক্যাটাগরি

নওগাঁয় কৃষি প্রণোদনার ১২৫ বস্তা  সার ও বীজ উদ্ধার

বৃহস্পতিবার
দুপুরে মান্দা উপজেলার বড়কৈ গ্রামের এক বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে স্থানীয়
প্রশাসন।

উদ্ধার
তালিকায় রয়েছে, ৪৮ বস্তা ডিএপি, ২১ এমওপি (পটাশ) ও ৬৬ বস্তা ধানের বীজ।

উপজেলা
কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, গত মঙ্গলবার চলতি মৌসুমের আউশ প্রণোদনার বীজ ও
সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর উপজেলার ১৪ ইউনিয়নে ১ হাজার ৬০০ জন
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে।


ঘটনায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও উপজেলা
নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান।

বৃহস্পতিবার
উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের দিন ধার্য
ছিল।

পুলিশ
ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কৃষি প্রণোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে
তেঁতুলিয়া ইউনিয়নের সদস্য আতাউর রহমান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক
মাহমুদুল হকের বড়কৈ গ্রামের বাসায় নিয়ে যান।


প্রসঙ্গে ইউপি সদস্য আতাউর রহমান বলেন, “ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস
সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভুক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি।
সংগ্রহকৃত কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি।

“উত্তোলন
করা সার-বীজ দুটি ভ্যানে করে বিক্রির জন্য মাহমুদুলের বাসায় নিয়ে যাই।” 

তবে
মান্দা থানার ওসি শাহীনুর রহমান জানান, সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ
আসেনি।