ক্যাটাগরি

নূরের বিরুদ্ধে মামলা হলো ময়মনসিংহেও

বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল গনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটেও একই অভিযোগে মামলা হয়েছে।

মামলার বরাত দিয়ে ময়মনসিংহ কোতোয়ারি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর গত ১৪ এপ্রিল প্রথম রমজানে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেইসবুক লাইভে এক ঘণ্টার ভিডিওতে মিথ্যা বানোয়াট, আক্রমণাত্মক, উসকানিমূলক বক্তব্য দিয়ে সারাদেশের আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান নেতাকর্মীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

এতে মানসিক কষ্ট পেয়েছেন বলে মো. সোহেল গনি অভিযোগে উল্লেখ করেন।

সোহেল গনি বলেন, “আমি মুসলমান হিসেবে বিষয়টি সহ্য করতে পারিনি। তাই প্রতিবাদ স্বরূপ মামলা করেছি। ”

গত ১৪ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে নুরুল হক নূর বলেন, “কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।শুক্রবার একদিন নামাজ পড়তে যাবে, আর পাঁচ ওয়াক্ত নামাজের কোন খবর নাই।”

আরও পড়ুন:


নূরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ছাত্রলীগ নেতার মামলা
 

ফেইসবুক লাইভ: নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
 

মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
 

নূরের বিরুদ্ধে আরেক মামলা রাজশাহীতে