স্প্যানিশ এক রেডিও শো’তে বুধবার খবরটি জানান পেরেস। ২০১২
সালে টটেনহ্যাম হটস্পার থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা ক্রোয়াট তারকার নতুন চুক্তির
মেয়াদ বা ধরণ, বিস্তারিত কিছু জানা যায়নি।
অধিনায়ক সের্হিও রামোসের সঙ্গে চুক্তি
নবায়নের বিষয়টি এখনও ঝুলে আছে বলে জানালেন ক্লাব প্রধান। তবে তার আশা, দলে থেকে যাবেন
এই তারকা ডিফেন্ডার।