ক্যাটাগরি

আরমানিটোলায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নিহত ২

বৃহস্পতিবার ভোররাতে আরমানিটোলার
হাজী মুসা ম্যানসনের নিচতলার এ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন
ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ
কক্ষের কর্মকর্তা মাহফুজ রিভেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মধ্যে একজন
সুরাইয়া (২২) বলে জানা যায়। আরেকজন নিরাপত্তাকর্মী।

“ওই নারীকে উদ্ধার করে মিটফোর্ড
হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আহতদের মধ্যে দগ্ধ ছাড়া বিভিন্নভাবে
আহত রয়েছে জানিয়ে তিনি বলেন, সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজন আগুনে পুড়ে মারা গেছেন কি না জানতে চাইলে
তিনি বলেন, “এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন আমাদের হাতে এখনও আসেনি।

“অগ্নিকাণ্ডে
ছয়তলা ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদেরকে জানালা ও বারান্দার গ্রিল
কেটে বের করে আনা হয়েছে।”

বর্তমানে দুটি ইউনিট ঘটনাস্থলে
কাজ করছে জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছয়তলা ভবনটিতে নিচতলায় দোকান
ও রাসায়নিক গুদাম ছিল বলে এলাকাবাসী জানায়। তবে বাকি তলায় বিভিন্ন পরিবার বসবাস
করত।