ক্যাটাগরি

কক্সবাজারে ৩ পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ৮-এর
অধিনায়ক এসপি শিহাব কায়সার খান জানান, বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- এসআই মো. সোহাগ, কনস্টেবল
মো. মিরাজ ও মো. নাজিম।

তারা উখিয়া উপজেলার পালংখালী
ইউনিয়নের তানজিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এসপি শিহাব বলেন, “মো. একরাম
(৩৮) নামে এক রোহিঙ্গাকে ইয়াবা বিক্রির জন্য চাপ দিয়ে আসছিলেন এসআই সোহাগ। এতে রাজি
না হওয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এপিবিএনের
একটি দল অনুসন্ধান চালায়।

“পরে এসআই সোহাগের ঘরে অভিযান
চালিয়ে লুকিয়ে রাখা এক হাজার ৯৪৫টি ইয়াবা ও কিছু জাল টাকা পাওয়া গেছে। এর সঙ্গে সম্পৃক্ততার
অভিযোগে এসআই সোহাগ ও দুই কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়।”

তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক
ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসপি শিহাব কায়সার খান।