ক্যাটাগরি

আশুলিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেরর আশুলিয়ার কবিরপুর ওয়াবদা এলাকায় এ দুর্ঘটনায় আরেক যুবক আহত হয়েছে।

নিহত হানিফ হোসেন (৩৩) জিরানী কোনাপাড়া এলাকার শুকুর আলীর ছেলে।

গুরুতর আহত যুবক মোটরসাইকেলে থাকা মাসুদ রানা (৩২)।

সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবু তালেব ভূইয়া জানান, হানিফ ও তার বন্ধু মাসুদ মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল থেকে ফিরছিলেন। পথে মহাসড়কের কবিরপুর ওয়াবদা এলাকায় ঢাকাগামী অজ্ঞাত এক ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হানিফ।

আহত মাসুদকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ঘাতক ট্রাক ও চালকে আটক করতে পারেনি পুলিশ।

মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।