বৃহস্পতিবার
রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ডা. মো. ফজলুল হক। তিনি চক্ষু বিশেষজ্ঞ
ছিলেন।
গ্রিনলাইফ
হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে গত ৯ এপ্রিল এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. ফজলুল হক।
অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
“ফজলুল
হক স্যার কোভিড সংক্রমণ নিয়ে আমাদের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বেলা পৌনে ১২টার
দিকে মারা যান। দেড়টার দিকে তার মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।”
বাংলাদেশ
মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ জানিয়েছে, অধ্যাপক ডা. ফজলুল হক স্যার সলিমুল্লাহ
মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বয়স হয়েছেল ৬৮ বছর।
ডা.
ফজলুল হকের মৃত্যুকে শোক জানিয়েছে বিএমএ।
বিএমএর
হিসাবে, ২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ১৪৮ জন
চিকিৎসক মারা গেছেন।