নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান এম মফিদুর রহমান শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, “করোনা ভাইরাস মহামারীর মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।“
তিনি জানান, ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হলেও প্রয়োজনে ফ্লাইট পরিচালনার সময়সীমা বাড়ানো হবে।
এজন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেওয়া নির্দেশনা
পরিপালন করতে হবে বলেও জানান তিনি।
করোনাভাইরাস মহামারীর বিস্তার ঠেকাতে সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে-বিদেশে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ আগে দিয়েছিল বেবিচক।
তবে এই সময়ে প্রবাসীদের আনা-নেওয়ার জন্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাতার ও ওমানের বিশেষ ফ্লাইটগুলো আগের মতই চালু ছিল।
সর্বশেষ গত বুধবার থেকে বেবিচক চীনে চারটি এয়ারলাইন্সকে বিশেষ বিবেচনায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়।
ওই দিন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট
পরিচালনার অনুমতিও দেওয়া হয়।
তবে করোনাভাইরাস মহামারীর সংক্রমণ প্রতিরোধে ওমান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় ২৪ এপ্রিল থেকে দেশটিতে কোনো ফ্লাইট চালাতে পারছে না বাংলাদেশ।