ক্যাটাগরি

ভোলায় তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

এ ঘটনায় ২০ বছর
বয়সী ওই
তরুণী বৃহস্পতিবার রাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন বলে ভোলার বোরহানউদ্দিন থানার
ওসি মো. মাজহারুল আমিন জানিয়েছেন।

গ্রেপ্তার দুই আসামি হলেন বোরহানউদ্দিন
উপজেলার দেউলা
ইউনিয়নের ৭
নম্বর ওয়ার্ডের
আব্দুল ফকিরের
ছেলে মো. রাকিব
(২৫) ও
একই এলাকার
মো. বাবুলের
ছেলে মো.
মিজান (২৩)।

তবে প্রধান আসামি মো. মিরাজে
(২৫) মিয়া
এখনও ধরা পড়েননি।

মিরাজ ওই ইউনিয়নের ৭ নম্বর
ওয়ার্ডের আব্দুল
রশিদের ছেলে।

মামলায় একই ইউনিয়নের ৩
নম্বর ওয়ার্ডের
ওই তরুণী অভিযোগ করেছেন, তার সঙ্গে পাঁচ-ছয়
মাস আগে
মিরাজের প্রেমের সম্পর্ক হয়। গত সোমবার রাতে
তাকে দেখা
করতে বলেন
মিরাজ। পরে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তাজল
বিশ্বাসের সুপারিবাগানে নিয়ে প্রথমে মিরাজ,
পরে তার
বন্ধু রাকিব
ও মিজানসহ
মোট পাঁচজন
ধর্ষণ করেন।

ওসি মাজহারুল বলেন,
মামলার পর রাতেই উপজেলার সাচড়া এলাকা
থেকে রাকিব
ও মিজানকে
গ্রেপ্তার করে পুলিশ। অন্যদের
গ্রেপ্তারের চেষ্টা চলছে।