ক্যাটাগরি

২৪ দিন পর অনশন ভাঙলেন নাভালনি

অনশন ভাঙার কয়েক ঘণ্টা আগে কারাগারে নাভালনির ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খাওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

বিবিসি জানায়, নাভালনি গত ৩১ মার্চ থেকে আরও ভাল চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেছিলেন।

ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুইবার দেখে গেছেন এবং পরীক্ষা নিরীক্ষাও করা হয়েছে। তিনি বলেন, “এই অগ্রগতি এবং পরিস্থিতিতে আমি অনশন ধর্মঘট শেষ করছি।” এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও জানান নাভালনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নাভালনির পাঁচ চিকিৎসক তাকে অনশন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। গত ২০ এপ্রিল নাভালনির কিছু ডাক্তারি পরীক্ষা করানো হয়, যার রিপোর্ট দেখে চিকিৎসকরা এই অনুরোধ করেন।

তারা বলেছিলেন, ‘‘যদি আর অল্প কয়েকদিনও তিনি অনশন চালিয়ে যান তবে দুর্ভাগ্যজনকভাবে দ্রুত চিকিৎসা করার জন্যও আমরা সেখানে আর কাউকে পাব না।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক নাভালনিকে গত বছর রাসায়নিক বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। বিষ প্রয়োগে কোমায় চলে যাওয়া নাভালনি জার্মানির বার্লিনের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেন এবং গত জানুয়ারিতে রাশিয়া ফিরে যান।

অবশ্য মস্কো বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই তিনি গ্রেপ্তার হন এবং আগের একটি মামলায় জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়।

ইনস্টাগ্রাম পোস্টে  রাশিয়ার জনগণকে তার পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানিয়েছেন নাভালনি।

গত বুধবারও নাভালনির মুক্তির দাবিতে রাশিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। পুলিশ ওই দিন রাজধানী মস্কোসহ আরো কয়েকটি বড় বড় নগরী থেকে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।