সংগঠনটির তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৯ সালের বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একবিংশ জাতীয় সম্মেলনে উদীচী চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্ত করা হলেও বিষয়টি সংগঠনের বাইরে প্রকাশ করা হয়নি।
“চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির পর যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উদীচীর কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা হয়েছে। এজন্য চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি সংগঠনের বাইরে প্রকাশ করা হয়নি। কিন্তু কিছু ব্যক্তি ক্রমাগত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন যা উদীচীর গঠনতন্ত্রকে অবজ্ঞা ও অসম্মান করার সামিল।
“উদীচীসহ দেশের সংস্কৃতিকর্মীদের মধ্যে এ সঙ্কট নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় সংসদ অনন্যোপায় হয়ে উদীচী চট্টগ্রাম জেলা কমিটি বিলুপ্তির বিষয়টি সবাইকে জানাচ্ছে।”
কমিটি বাতিলের পাশাপাশি ১১ সদস্যদের সদস্যপদ বাতিল করা হয়েছেন। তারা হলেন- চন্দন দাশ, প্রবাল দে, বিধান বিশ্বাস, শীলা দাশগুপ্তা, জয় সেন, ভাস্কর রায়, দীপা বিশ্বাস, অন্তরা দে, রমেন দাশগুপ্ত, সঙ্গীতা ঘোষ ও শিবু চৌধুরী।
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে চট্টগ্রামে আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে জেলায় উদীচীর সাংগঠনিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় কমিটি।
“আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত চট্টগ্রামে উদীচীর কার্যক্রম কেন্দ্রীয় সংসদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। চট্টগ্রাম জেলা সংসদের অধীনে যেসকল শাখা সংগঠন আছে তারা তাদের নিয়মিত কর্মকান্ড চালিয়ে যাবে। আহ্বায়ক কমিটি গঠন হওয়া পর্যন্ত শাখা সংগঠনগুলো সরাসরি কেন্দ্রীয় সংসদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।”