ক্যাটাগরি

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দুধের সর

সৌন্দর্যের সমস্যা হল সময়ের সঙ্গে সঙ্গে
ত্বক মলিন হয়ে যায়। জীবনযাত্রার অভ্যাস এবং সূর্যের অত্যধিক সংস্পর্শের কারণে এরকম
ঘটতে পারে।

সুন্দর মানেই ফর্সা ত্বক নয়। ত্বকের সৌন্দর্য
বলতে দাগছোপহীন ও রোদেপোড়াভাব নেই এমন চকচকে ত্বককে বোঝায়।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত
প্রতিবেদন অবলম্বনে ত্বক উজ্জ্বল করতে দুধের সরের কয়েকটি ব্যবহার সম্পর্কে জানানো হল। 

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: দুধের সর ত্বক উজ্জ্বল করতে কার্যকর। এর ল্যাক্টিক অ্যাসিড ত্বকের
রোদে পোড়াভাব কমায় ও প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করে। এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায়
দুধের সর উপকারী।

কালো দাগ দূর করে: ত্বকের কালো দাগ সহজে দূর হতে চায় না। এই সমস্যা কমাতে দাগের ওপরে দুধের সর
মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন।

আরও ভালো ফলাফল পেতে এর সঙ্গে এক টেবিল-চামচ
লেবুর রস মিশিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকের ওপর শুকিয়ে আসলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সরে থাকা প্রোটিন ত্বকের দাগ সৃষ্টিকারী
মৃত কোষ দূর করার পাশাপাশি নতুন কোষ গঠনে সহায়তা করে।

বয়সের ছাপ ধীর করে: ভাবলে অবাক লাগে কি করে নানী দাদীরা তাদের ত্বকের তারুণ্য ধরে রাখতেন। তখনতো
বিভিন্ন রকমের প্রসাধনী পাওয়া যেত না।

সেই সময়ের নারীরা ত্বক স্ক্রাব করতে ও
প্যাক হিসেবে দুধের সর ব্যবহার করতেন। এতে থাকা প্রোটিন ও ভিটামিন ত্বকের ‘কোলাজেন’
তৈরি ও বয়সের ছাপ ধীর করতে সহায়তা করে।

আরও পড়ুন

দৈনন্দিন খাবার দিয়ে ত্বক পরিচর্যা
 

ত্বকের রক্ষাকবজ
 

রূপচর্চায় দুধ ব্যবহারের উপকারিতা
 

একরাত না ঘুমালেই বিপদ