আগামী সপ্তাহের যে কোনো সময়ে চলে আসতে পারে স্পটিফাইয়ের সেবাটি– সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলছে ওয়ালস্ট্রিট জার্নালের প্রতিবেদন।
অন্যদিকে, প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপলের মতো প্রতি সদস্যের কাছ থেকে ফি বা আয়ের কোনো অংশ নেবে না স্পটিফাই। উল্টো পডকাস্টারদেরকে নিজ মূল্য ঠিক করার সুযোগ দেবে।
স্পটিফাইয়ের আইওএস অ্যাপ ব্যবহার করছেন এমন ব্যবহারকারীদেরকে লেনদেন সম্পন্ন করার জন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। এতে করে অবশ্য অ্যাপ স্টোর ফি থেকে বঞ্চিত হবে অ্যাপল। মার্কিন টেক জায়ান্ট ব্যাপারটিকে কীভাবে নেবে তা এখনও পরিষ্কার নয়।
স্পটিফাই এখনও পরিকল্পনা নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটির কনটেন্ট প্রধান ও বিজ্ঞাপন ব্যবসা কর্মকর্তা ডন অস্ট্রিফ জানিয়েছেন, অডিও খাতে “সবার জন্য জায়গা রয়েছে”। এর আগে পেট্রিয়ন, পকেট কাস্টস, স্টিচার এবং অ্যামাজন ওয়ান্ডারি’র মতো সেবা পেইড পডকাস্ট নিয়ে হাজির হয়েছিল বাজারে।