শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কারখানাটির মালিক শিল্পে ব্যবহৃত গ্যাসের উৎপাদক কোম্পানি হোয়াইট মার্টিনস্ এক বিবৃতিতে বলেছে, এটি অক্সিজেন গ্যাস সিলিন্ডারজাত করার কারখানা হওয়ায় বিস্ফোরণের কারণে ওই অঞ্চলের অক্সিজেন উৎপাদন ব্যাহত হয়নি।
সিলিন্ডারে অক্সিজেন গ্যাস ভরার জন্য তারা বিকল্প জায়গার সন্ধান করছে বলে কোম্পানিটি জানিয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে তারা।
ব্রাজিলের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অক্সিজেনের চরম সঙ্কটের মধ্যে বিস্ফোরণের এ ঘটনা ঘটল।
চলতি বছরের প্রথমদিকে উত্তরাঞ্চলীয় মানাউস শহরে নতুন করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের মধ্যে লোকজনকে দমবন্ধ হয়ে মারা যাওয়া থেকে বাঁচাতে বিমান যোগে ট্যাংকে করে অক্সিজেন সরবরাহ করেছিল দেশটির ফেডারেল সরকার।