ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের আইনজীবী হলেন বাংলাদেশি রুমা

ম্যাসেচুসেটস স্টেটের স্প্রিংফিল্ডের ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জনকারী রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

রুমা ছাড়া আর মাত্র ৯ জন বাংলাদেশি-আমেরিকানের গোটা যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের অনুমতি রয়েছে।

রুমা নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উত্তর আমেরিকায় অবস্থিত কক্সবাজার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যবসায়ী সমিরুল ইসলাম বাবলুর স্ত্রী।

তিনি ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাস করে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য হন।

স্বামী, কন্যা এবং শাশুড়ির সাথে আইনজীবী জান্নাতুল মাওয়া রুমা।

স্বামী, কন্যা এবং শাশুড়ির সাথে আইনজীবী জান্নাতুল মাওয়া রুমা।

তিনি সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ে পড়ার পর খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন থেকে ২০০৫ সালে এসএসসি পাস করেন। চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি  থেকে ২০১২ সালে এলএলবি (অনার্স) ও ২০১৩ সালে এলএলএম করেন।

বর্তমানে স্বামী বাবলু, এক কন্যা এবং শ্বাশুড়িকে নিয়ে রুমা নিউ ইয়র্কেই বসবাস করছেন।

তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকায়।

আনোয়ারা বেগম ও মৃত মনজুর আলম সওদাগরের চার ছেলে এবং  তিন কন্যার মধ্যে রুমা ষষ্ঠ সন্তান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন