ক্যাটাগরি

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

রোববার বিকাল সাড়ে ৫টার
দিকে ফুলবাড়িয়া উপজেলার ইছাইল নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন (৪৩) ও
তার স্ত্রী নাছিমা বেগম (২৭) উপজেলার ইছাইল নতুন বাজার এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া থানার ওসি
আজিজুর রহমান বলেন, বিকালে নুর হোসেন মেশিনে ধান ভাঙিয়ে চাল করে বাড়ি নিয়ে আসেন। 

বৈদ্যুতিক ফ্যান চালিয়ে তাড়াতাড়ি
চাল পরিষ্কার করার জন্য ঘর থেকে বিদ্যুতের তার বাইরে নিয়ে যান তারা।

নাছিমা বেগম বৈদ্যুতিক
ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্বামী নুর হোসেন তাকে
বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

তিনি আরও বলেন,
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, এ ঘটনায় অপমৃত্যু
মামলা করা হবে বলে জানান তিনি।